হাসন রাজার গানে কণ্ঠ দিলেন শাওন ও চঞ্চল
হাসন রাজার গানে কণ্ঠ দিলেন শাওন ও চঞ্চল
প্রকাশিত:
৭ আগস্ট ২০২১ ০০:৫৪
আপডেট:
৩ সেপ্টেম্বর ২০২১ ০৩:৩৮

ছবি: চঞ্চল ও শাওন
নন্দিত দুই অভিনেতা-কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন ও চঞ্চল চৌধুরী ঈদ উপলক্ষে আবারও একসঙ্গে গান গেয়েছেন। হাসন রাজার বিখ্যাত ‘নিশা লাগিল রে’ গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তারা।
গেল ঈদুল আজহায় একটি ইউটিউব চ্যানেলে তাদের গাওয়া হাসন রাজার গানটি মুক্তি পায়। এক মাস আগে গানটির শুটিং হয়েছে এফডিসিতে। এর সংগীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া।
এর আগে, ‘সর্বত মঙ্গল রাঁধে’ গানটি গেয়েছিলেন মেহের আফরোজ শাওন ও চঞ্চল চৌধুরী। এই গানটি তাদের কণ্ঠে দারুণ শ্রোতাপ্রিয় হয়েছিল।
চঞ্চল চৌধুরী আজ শুক্রবার রাতে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘খুব বড় আয়োজন করে গানটির শুটিং হয়েছে। হাসন রাজার গান তো সবারই প্রিয়। আমারও প্রিয়। আমি পেশাদার অভিনেতা হলেও গান ভালোবাসি। যতটুকু দরদ ছিল তা ঢেলে দিয়ে গানটি করেছি।’
তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস সবার গানটি ভালো লাগবে। বিশেষ করে আমার ভক্তদের জন্য এটা ঈদের উপহার।’
সূত্র: দ্য ডিইলি স্টার
আপনার মূল্যবান মতামত দিন: