ঘুমাইলে ঘুম ধরেনা, প্রাণ বন্ধের লাগিয়া
প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২১ ১৭:১৫
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৭:৪৩

ঘুমাইলে ঘুম ধরেনা, প্রাণ বন্ধের লাগিয়া
সারা রাইত থাকি জাগিয়া ॥
ছটফট ছটফট করে আমার প্রাণ বন্ধের লাগিয়া ॥
না জানি কি হইল মনে, সে বিনে না কিছু মানে গো
আমি যাইমু তার অন্বেষণে, সবকিছু ত্যাগিয়া ॥
যথা সে তথা যাব, প্রেমজ্বালা নিভাইব গো
আমার মনে এই করিব তার হব যে গিয়া ॥
তার লাগি হায় হায় করে, হাসন রাজা ঝুরিয়া মরে গো
প্রাণ যায়, প্রাণ যায় হাসনজানের লাগিয়া ॥
(সুর সংগ্রহ : সামারীন দেওয়ান)
I try to sleep, but can’t sleep for the Lover of my heart
I’m remained sleepless for whole night
My heart throbs in pain for Beloved of my heart
I don’t know what happened in my mind
My mind doesn’t go without Him
I’ll go in search of Him, leaving everything behind.
Where He goes, I’ll go with Him, soothe the pain of love
My mind says I’ll be of Him.
Hason Raja is breaking down
while he’s thriving with a call for him.
Going to breathe last for Hasonjan.
আপনার মূল্যবান মতামত দিন: