চাইয়া নাগর যায় সুনাদিদি গো
প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪৯
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৭:৪৩

চাইয়া২ নাগর যায় সুনাদিদি গো
চাইয়া চাইয়া নাগর যায়।
হাসন রাজা রূপ দেখিয়া বলে হায় হায়রে ॥
ঝলমল ঝলমল করে রূপে কেমনে মন ধরায়
আন্ধির রঙ্গিমা দেখিয়া প্রাণ রাখা দায় ॥
হাতে ধরে মোহনবাঁশি নূপুর বাজে পায়
প্রাণ রয় না গৃহে রে সঙ্গে যাইতে চায় ॥
হাসন রাজার রূপ দেখিয়া পাছে পাছে ধায়
ধরিতে না পারি রূপ পড়িয়া পাছার খায় ॥
(সংগ্রহ : সামারীন দেওয়ান)
আপনার মূল্যবান মতামত দিন: