ঝলমল ঝলমল করে রে তাঁরা
 প্রকাশিত: 
 ১৯ সেপ্টেম্বর ২০২১ ১৭:২০
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৬:৫৪
                                
ঝলমল ঝলমল করে রে তাঁরা 
ঝলমল ঝলমল করে 
নূরের বদন সই প্রেয়সি
নূরের বদন সই
তারে ছাড়া বাড়িত আমি কেমনে করে রই ।
ওরে আমার আরিপরি ভাই
তারে আমার প্রানের মাঝে চাই
হিন্দু আর মুসলমান আমি কিছুই বুঝি নাই।
নূরের বদন সই প্রেয়সি
নূরের বদন সই
তারে ছাড়া বাড়িত আমি কেমনে করে রই ।
(সুর সংগ্রহ : সামারীন দেওয়ান)

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: