আঁখি মঞ্জিয়া দেখ রূপ রে,
 প্রকাশিত: 
 ৩ সেপ্টেম্বর ২০২১ ০৩:৩০
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৬:৫৪
                                
আঁখি মঞ্জিয়া দেখ রূপ রে, 
আঁখি মঞ্জিয়া দেখ রূপ 
আরে দিলের চক্ষে চাইয়া দেখ বন্ধুয়ার স্বরূপ রে ॥
কাজল কুঠা ঘরের মাঝে, বসিয়াছে কালিয়া
দেখিয়া প্রেমের আগুন উঠিল জ্বলিয়া রে ॥
কিবা শোভা ধরে [ওরে] রূপে দেখতে চমৎকার
[আরে] বলা নাহি যায় বন্ধের রূপেরই বাহার রে ॥
ঝলমল ঝলমল করে [ওরে] রূপে বিজলীর আকার
মনুষ্যের কি শক্তি আছে, চক্ষু ধরিবার রে ॥ 
হাসন রাজায় রূপ দেখিলা হইয়া ফানা-ফিল্লা
হু হু হু হু ইয়াহু ইয়াহু, বল আল্লা আল্লারে ॥
(সুর সংগ্রহ : উজির মিয়া)
Close your eyes and see the beauty
Hey, let's look in your heart, the face of a Friend,
The black-heart is sitting in the dark house
Seeing the fire of love being burnt,
What a nice appearance to look at, perplexed me
[Hey] It's my God is incapable of being described
Dazzling flashes as the shape of the lightening
What's the power of a man for eye catching rays?
Hason Raja is seen in the state of Fana-Fi-Allah,
Breath in and out saying Allah Allah?

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: