কারে তুমি বুঝাও রে বন্ধু, তোমার পাগলা হাসন নাহি বোঝে


প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩৪

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২১:১৮

 

কারে তুমি বুঝাও রে বন্ধু, তোমার পাগলা হাসন নাহি বোঝে
তুমি বিনে হাসন জান তো বুঝে না সুঝে ॥
তোমার যে মক্কর, আমার যে চক্কর ,
হাসন রাজায় তারে জানে
যেখানে যা কর হাসন রাজা তারে খোঁজে রে ॥
তুমি যেমন, আমি কি তেমন, তোমার কি এসব সাজে
দেখিয়ে তোমার কীর্তি নীর্তি, হাসন রাজা মরে লাজে ॥
তোমার হাসন, করে নাচন, তোমার মন যে মজে রে
হাসন রাজার মনে তোমায়, রাখি হƒদের মাঝে রে ॥
(সুর সংগ্রহ : সামারীন দেওয়ান)

 

Who are you explaining to, my Friend?

Your Crazy Hason Raja doesn’t understand.

The beloved, Hasonjan can’t understand anything else

but only you,

Your tricks and cheating

Hason Raja knows all about it.

Wherever You go, whatever You do,

Hason Raja seeks Him out.

What do you think I’m like You?

It’s not right way You behave me.

When Hason sees Your activities, he feels ashamed of

You enjoy when Hason dances well

Hason Raja keeps You in his heart and mind.

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top