কারে বন্ধে করিব পার মোল্লার ঝি, বন্ধে করিব পার


প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩৯

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২২:২৯

 

কারে বন্ধে করিব পার মোল্লার ঝি, বন্ধে করিব পার
তুর বাপে করে নমাজ রোজা আমি গোনাগার ॥
তুর বাপে দিনে রাইতে নমাজ রোজা করে
লোক সমাজে বইয়া কেনে, নিন্দা করে মোরে ।
নমাজ নমাজ কর মোল্লাজী জায়নামাজনি চিন
পিছ করটে আল্লা থৈয়া ঢুস মার ময়দান ॥
রোজা রোজা কর মোল্লাজী রোজারেনি চিন
গাইর বান্ধ দুধ থৈয়া লেইনজ ধইর‌্যা টান ॥
হাসন রাজার আল্লারে মুল্লায় নাহি দেখে
আজলের আন্ধি লাগছে কট মোল্লার চোখে ॥
চোখ থাকিতে দিনের কানার মত নাহি লই
সাক্ষাতে যে বন্ধু খাড়া মোল্লায় বলে কই ॥
(সুর সংগ্রহ : জাফরান রাজা)

 

Oh Mollah’s daughter, who, the Friend will take with Him?

Who, the Friend will take across (the ocean of material existence)

Your father does his prayers and fasting and I’m a sinner

Your father does his prayers and fasting day and night

Why does society sets the judgment and insult me?

Mollaji you say ‘namaj namaj,’

But you don’t even know what prayer rug is

You bow down in a field

where you keep Allah behind you

And show Him your rump

You say Khoda Khoda’ but you don’t know

who Khoda is.

You ignore the cows udder and pull on it tail for milk

The Mulla doesn’t see Hason Raja’s Allah

The dust of stupidity has affected his eyes

While I have my sight

I can’t accept the advice of the blind

My Friend is standing in front of me

Though the Mulla asks where He is?

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top