অচিনপুরের অচিনমানুষ তোমারে না চিনি
প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২১ ০২:৩১
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২৩:৩৯

অচিনপুরের অচিনমানুষ তোমারে না চিনি
ভবেতে আসিয়া তুমি খেলছ ছিনিমিনি ॥
সুরমা নদীর ফুতে ভাইস্যা অচিনপুরের বাঁকে
হাসন রাজা বেবুঝ হইয়া তোমায় কেবল ডাকে ॥
ওরে আমার ময়না পাখি উড়িয়া যাইস না রে
দিন ফুরাইলে পাইবে নারে তারে নিজে খুঁজে ॥
হাসনজানে বলে ওরে হাসন রাজা তুই
ভালো করিয়া চিনিয়া লে তুই আমি যে তোর হই ॥
(সুর সংগ্রহ : সামারীন দেওয়ান)
I don't know you, the unknown man of Achinpur
Coming to this world, you are playing dummies.
Floating in the curve of river Surma’s stream,
Hassan Raja only calling you being witless
Hey, you don't fly away, my darling
You won't find the man of your heart at the end of the day,
Hason Raja pronounces ‘Oh you Hason,
Know that I am, the self of your own’.
আপনার মূল্যবান মতামত দিন: