আইস পর্দা খুলিয়া গো মা, আইস পর্দা খুলিয়া গো


প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২১ ০৩:১৬

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২৩:৩৯

আইস পর্দা খুলিয়া গো মা, আইস পর্দা খুলিয়া গো
হাসন রাজার প্রান যায় তোমার লাগি জ্বলিয়া গো ॥
তোমার আমার বাড়ির মধ্যে আছে একখান টাটি
কাটিয়া কুটিয়া টাট্টিখান করিয়াছি বাট্টি গো ॥
টাট্টির আঁড়ে থাকিয়া তুমি বসিয়া রংগ করো
আঁড় নয়নে চাও কেনো, বসিয়া একি ঘর গো।
হাসন রাজা দেখিয়া তোরে মুশকোড়িয়া হাসে
অন্তরের সহিতে তোরে বড় ভালবাসে ॥

 

Oh Dear, come out of your veil;

come out and reveal yourself

It’s for you, Hason Raja suffers and is dying

Between your house and mine; there exists a wall

Tearing it a part, I’ve built my house

Hiding behind the wall, you tease me

Why do you give an slanting glance

Sitting in the same room?

Looking at you, Hason Raja smiles flippantly

He desperately loves you.

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top