আজব সুন্দর তোমার আঁখি ওগো চন্দ্রমুখী
প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২১ ০৩:৪৩
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ২২:২২

আজব সুন্দর তোমার আঁখি ওগো চন্দ্রমুখী
হাসন রাজার মনের সাধ সদাই তুরে দেখি ॥
তিলেক মাত্র না দেখিলে চাই উঁকি বাকি
স্থির হইতে পারি না মনে উঠি থাকি থাকি ॥
কেমনে কি যে করে মনে এগো প্রাণসখী
না দেখিলে প্রাণ বাঁচেনা জাদুু করল নাকি ॥
হাসন রাজা তারে দেখি প্রেমে গেছি ঠেকি
আমার কপালের লিখা এখন আমি লেখি ॥
(সুর সংগ্রহ : সামারীন দেওয়ান)
Awesome, beautiful your eyes,
hey! my moon-face dear
Let's see the sadness of Hason Raja's heart.
I can not see you but only I can peep in
I do not think I can be stable ...
What do you think about how to survive in life
If I don't see you and fell in magic.
Hason Raja, fell in love watching you
I write now on my own destiny ..
আপনার মূল্যবান মতামত দিন: