আপন চিনিয়া লও মন, আপন চিনিয়া লও


প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২১ ০৩:৪৬

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২৩:৩৯

 

আপন চিনিয়া লও মন, আপন চিনিয়া লও
আপন চিনিয়া লইলে চিনবায় নিরঞ্জন ॥
আপনার মাঝে দেখ ঠাকুরের আসন
আসনে বসিয়া কর ঠাকুর দরশন ॥
রঙ রূপে আছে ঠাকুর আচানক তার খুবি
পদেরও ছায়ার মত না হয় শশি রবি ॥
হস্ত আছে পদ আছে, আছে তার আকার
বেঈমান সকলে বলে আল্লাহ নিরাকার ॥
নিরাকার হই আমি আমার নাই আকার
নিশ্চয় জানিবায় আমার আল্লাহ যে সাকার ॥
সাকার না হইলে কেমনে দেখিবায় দিদার
বড়ই সুন্দর ছবি যে আমার আল্লাহর ॥
আমি তো কিছু নয়রে, হই এক হাত্তয়া
হুকুমেতে আসিয়াছি হুকুমেতে যাওয়া ॥
আগে আল্লাহ, পরে আল্লাহ, আল্লাহ যে জাহির
বাতিনেতে চাইয়া দেখি আমারই তসবির ॥
পাগল হাসন রাজায় কহে, হইছি ফানাফিল্লাহ
যে দিকেতে তাকাই আমি, দেখছি আল্লাহ আল্লাহ ॥
(সুর সংগ্রহ : সামারীন দেওয়ান)

 

Know yourself, hey know yourself

If you are aware of yourself, you will know God

See Thakur's seat in within you

See Thakur sitting in the seat.

Takur is in a likelihood of color as his color

Sun and stars are not like even the shadow

of his feet.

He has hands and feet, and of course has an image

All of the dishonest people say that Allah is formless.

I'm not the size of my size

Surely, my God has His form.

How can you see Him if He is formless?

My Allah is like beautiful picture 

I am nothing more than air, just air

I have come, and I have to go

according to the His command 

Allah is all around me, in front of me and behind

When I look secretly, I see my own picture,

Crazy Hassan said, I am Fana-fillah

Whatever the direction I look at,

I see Allah and Allah.

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top