আমার ধানে হয় না খই


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২১ ২২:২৭

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২১ ২৩:১৩

আমার ধানে হয় না খই
এক ছটাক ধান ভাজিয়া সাত টাইল ভইর‌্যা থই ॥
সই লো সই সারা জীবন মাঠা পাকদি ছিক্কা ভরা দই
আমার ছিক্কা ভরা দই ॥
দুছন দিয়া দুধ কিরাইয়া বস্তা ভইর‌্যা থই ॥ আমার ধানে
সই লো সই সারা জীবন হাল জুড়িলাম
সাগরে দিলাম মই
জোয়াল গেছে ফাগা গেছে
নিরাশ হই না সই ॥ আমার ধানে
সই লো সই গাছ বড় না গুটা বড়
গাছেতে গুটা হয়
গাছ থাকি গুটা বড় হাসন রাজা কয় ॥
(সুর সংগ্রহ : হামিদা বেগম)

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top