আমার মাঝে আছে আমার খোদা গো, প্রাণ সই
প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২১ ২৩:১৭
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২৩:৩৯

আমার মাঝে আছে আমার খোদা গো, প্রাণ সই
আমি হইতে মাবুদ আল্লাহ, নাই আছে জুদা গো ॥
প্রাণসই আমি কানাইয়া হই, আমি হই রাধা
মধ্যেখানে মুল্লা-মুন্সিয়ে , কেন দেয় বাধা গো ॥
আমার মাঝে আমার খোদা, আমি নয়রে সুদা
মুল্লা মুন্সির কথা যত, সকলই বেহুদা গো ॥
নাচিয়া নাচিয়া গান গায়, হাসন রাজা গদা
আমি হইতে আমার খোদা, বন্ধু না আছে আলাদা ॥
প্রাণ সই হাসন রাজা গান গায়, বুঝবে প্রেমিক বান্দা
প্রেমিক হইলে বুঝবে গান, বুঝবে না সব গাধা গো ॥
প্রাণ সই, শুইয়া গো আছে আমার মাঝে আমার খোদা
কোনো কিছু না থাকিলে সে যে আছে এক সাদা গো ॥
(সুর সংগ্রহ : সামারীন দেওয়ান)
I have my God in me, oh my dear
I am from the Lord Allah, there's no separation
I know that I am Kanaia, I' m Radha too.
Why staying in the middle, clergyman creates the obstacles?
My God, I'm wide in my heart
Mulla Munshi talk about nothing to be learnt,
Hason Raja sing and dance,
Can't be separated from my God, my Friend,
My dear, Hason Raja singing, that Lover in bondage,
only can understand
If you are a Friend, you would understand,
the fool won't understand ...
My soul, my God in between me
If there is nothing, he's white in me.
আপনার মূল্যবান মতামত দিন: