আমি কই আইলাম রে


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২১ ২৩:৫২

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২৩:৩৭

 

আমি কই আইলাম রে, কই ছিল মোর বাড়ি
কোনখানে আসিয়া আমি করি লড়ালড়ি ॥
কোথায় আইলাম কোথায় যাব ছাড়ি
কে মোরে এথায় আনলো পায়ে দিয়া দড়ি ॥
নৌকাতে আইলাম আমি, সঙ্গে ছয় দাড়ি
আমার সঙ্গে করে তারা সদাই হুড়াহুড়ি ॥
হুড়াহুড়ি কইর‌্যা ভাঙ্গে নায়ের যত হাড়ি
মানুষের কার্য্য নাহি, কার্য্য করে দেরি ॥
তাদের পায়ে কৌশলে, দিব আমি বেড়ি
কিবা তাদের শক্তি আছে, জানিতাম কাড়ি ॥
দিনে রাইতে জ্বালাইলো, করি ঘুরাঘুরি
হাসন রাজার ভাবনা কেবল, কিমত করি তাড়ি ॥
(সুর সংগ্রহ : সামারীন দেওয়ান)

 

Where did I come from? where was my home?

Appearing in this world, I began to struggle

Where would I leave for, where did I come from?

Who brought me here putting rope in my leg?

I've boarded on the deck of the boat,

along with six crew

With me they became active and are like-minded people.

Bringing all the belongings into vain,

without actual work,

delaying all the human actions.

In any trick on their feet, I will give them a bracelet

But their strength will get the barbecue

On the day and night, they trouble me

Hason Raja says how he would chase up?

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top