আমি করি মানা, অপ্রেমিকে গান আমার শুনবে না
প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২১ ০০:৫০
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২৩:৩৯

আমি করি মানা, অপ্রেমিকে গান আমার শুনবে না
কিরা দেই কছম দেই, বই হাতে নিবে না ॥
বারে বারে করি মানা বই আমার পড়বে না
প্রেমের প্রেমিক যেই জনা, এ সংসারে হবে না ॥
অপ্রেমিকে গান শুনিলে কিছুইমাত্র বুঝবে না
কানার হাতে সোনা দিলে লাল ধলা চিন্বে না ॥
হাসন রাজায় কছম দেয়, আর দেয় মানা
আমার গান শুনবেনা, যার প্রেম নাই জানা ॥
(সুর সংগ্রহ : মৃদুলকান্তি চক্রবর্তী)
I forbid anyone who is devoid of love
to hear my songs
I swear that no such person should touch
My book.
Again and again I say that they shouldn't read
my book
This world is not for those who aren't lovers.
Those without love in their hearts won't
understand anything from what they hear from
my songs,
A blind person can't see
the bright colour of gold by touching it,
Hason Raja forbids anyone to hear my songs
who doesn't realize the taste of love.
আপনার মূল্যবান মতামত দিন: