আমি কিছু নয়রে ভাই আমি কিছু নয়


প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২১ ০০:৫৩

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২৩:৩৯

 

আমি কিছু নয়রে ভাই আমি কিছু নয়
আমি আমি বলি যে মাবুদই আল্লাহ হয় ॥
আপন বিচার করিয়া দেখ তোমার পরিচয়
এক বিনে দুই নাই হাসন রাজায় কয় ॥
যতদিন আমি আল্লাহ মুখে না আনিবে
ততদিন পাক্কা ঈমান তার নাই হবে ॥
আমি এক আল্লাহ এক দুয়ে যে থাখিবে
আল্লাহর জাতে সে কখনো না এ মিশিবে ॥
আমি শব্দ দূর করিয়া বল আয়নুল হক
তবে এই ঈমান পাক্কা হইবে বেসক ॥
(সুর সংগ্রহ : সামারীন দেওয়ান)

 

Hason Raja says, I'm nothing, I'm nothing

What I refer to as "I"  is only Mabud Allah

After judging myself I recognized You.

Hason Raja says only One exists but not two.

No one can have firm faith

until they see themselves in Allah.

If anyone feels separate from Allah,

Till then they won't merge into Allah.

Removing the "me" entity, determine only

Ainul Hoque

then the firm believe will prevail.

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top