আমি তুর কাঙ্গালিনী এগো মনমোহিনী
প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২১ ০১:১১
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২৩:৩৯

আমি তুর কাঙ্গালিনী এগো মনমোহিনী
তুমি বিনে যত দেখি সকলই ফানী ॥
তুমি আমার, আমি তোমার, অন্য না জানি ॥
যে দিকে ফিরাই আঁখি, সে দিকে তোমারে দেখি
সাধ কইরে হƒদয়ে রাখি ভুবনমণি ॥
তব মায়ায় পতিত হইয়ে, আছি তব রূপ চাইয়ে
আনন্দে মোহিত হইয়ে, যায় রে রজনী ॥
হাসন রাজা বাঙ্গালী, হইয়ে তোমার কাঙ্গালী
প্রেমানলে জ্বলি জ্বলি যায় যে প্রাণী ॥
I'm craving for you my darling
All I see without you are funny,
You are mine, I do not know You're another,
but my own existence
The way you look back and front, I look at you
If you do not mind, I will keep you in my heart
I have fallen into your love, I just look at you.
My moonlit-night passing away
Bangali Hason Raja became crazy for you
The love burns continuously amidst many hearts.
আপনার মূল্যবান মতামত দিন: