আমি হই আমার বন্ধুরে
প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২১ ০৩:৩৬
আপডেট:
৯ সেপ্টেম্বর ২০২১ ০৩:৪৮

আমি হই আমার বন্ধুরে
ত্রিজগৎ হই আমি, আমি সিন্ধুরে
না হই আমি মুসলমান, না হই হিন্দুরে ॥
আমি ঘরে আমি বাইরে, আমি যে সর্ব ঠাঁই
আমি বিনে আর কিছু দেখিতে না পাই ॥
আমা হইতে সব হইয়াছে, আমি দেখি মূল
জ্ঞান চক্ষে চাইয়া দেখি, আমি হি বিলকুল ॥
আমি আছি সব আছে, আমি গেলে নাই
আমি যাইতে ভবানন্দ , ভাঙ্গিয়া যাইমু ভাই ॥
আমা হইতে পয়দা হইছে এই সংসার
আমি যাইতে ভাঙ্গিয়া যাইমু, করিয়া ছারখার ॥
আমি আগে আমি পিছে, আমি মূলাধার
আমিত্ব ছাড়িয়া বন্ধু, হইয়াছি আমার ॥
হাসন রাজা নেস্থ হইয়া, হইছে বন্ধুয়ার
বন্ধের সনে মিশিয়া বলে, সকলি আমার ॥
I myself is my friend
I am in the three-worlds, I am the ocean
I'm not Muslim, not Hindu.
I am in and out of the house, I am everywhere
I am the root wherefrom everything originated
I perceive only me with my knowledge-eye
If I exist, exists everything
If I disappear, disappears all.
It is me wherefrom this world originated
When I go, I shall break and destroy everything.
I am the beginning and end, I am the root-cause
Before I am, I am back, I'm in all stay
Leaving my own entity, I became the friend of mine
Hason Raja commits himself in the hands of his Friend,
Assimilated with Him,
Hason pronounces everything as his own.
আপনার মূল্যবান মতামত দিন: