আর কতিদন ভাঙ্গা বজরা ঠেলিব
 প্রকাশিত: 
 ৯ সেপ্টেম্বর ২০২১ ০৩:৫১
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ২০:১৪
                                
আর কতিদন ভাঙ্গা বজরা ঠেলিব
বজরা যে পুরাণ হইছে,
রুককাঠ পচে গেছে, 
হুতারগিরি নাহি জানি
কেমনে গড়িব ॥
বজরা যে পুরানা মোর,
কেমনে থাকি তার আন্দর
বজরা দেখি লোকে হাসে, ছাড়িয়া যাইব ॥
হাসন রাজার মনে কইছে, বজরা ফেলিব
সুন্দর দেখি নতুন জাহাজ খরিদ করিব।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: