আরে তোরে লইয়া করেন খেলা, আমার ঠাকুর কানাইয়ে
প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২১ ০৪:১৬
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২৩:৩৯

আরে তোরে লইয়া করেন খেলা, আমার ঠাকুর কানাইয়ে
কেমনে খেলা কর গো রাধে, ভাগিনারে লইয়ে ॥
শুন গো রাধে বলি তোমায়, তোমার একি রীতি
ভদ্রের মাইয়া তুমি গো হইয়া, কেন হও অসতী ॥
লাজ কি নাই তোর, নির্লজ্জা রাধে যাও কদম তলে
নন্দের সুতে গাঁথিয়া হার, দেয় তোমায় গলে ॥
অখ্যাতি জগতে গো রাধে হইল প্রচার
স্বদেশে বিদেশে কলঙ্ক রইল, রাধে গো তোমার ॥
[এখন] হাসন রাজায় তোমায় বুঝায়, তুমি নাহি বুঝ
মায়া দয়া নাইগো তাঁর, তুমি কেন খোঁজ ॥
(সুর সংগ্রহ : সামারীন দেওয়ান)
আপনার মূল্যবান মতামত দিন: