আরে ও মন নায়ের মাঝি, কি হইয়াছে আজি


প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২১ ০১:১২

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২৩:৩৯

 

আরে ও মন নায়ের মাঝি, কি হইয়াছে আজি
ঠিক করিয়া হাইল ধরনা, দাড়ি মাল্লা কেও নয় রাজি ॥
নায়ের মাঝি করিস তুই বাজিকরের বাজী
এর লাগিয়া তেক্ত হইয়া, রইছে বাবাজী ॥
ছাড় ছাড় চক্কর মক্কর , মনরে দুরুপাজী
মনভুলা তুই পড়িয়া আছিস, বিচার করবে কাজী ॥
হাসন রাজা বলে মন ছাড়িও ঘুড়া তাজি
মনে যখন ঠিক করিলায় তোমার মন রাজি ॥
(সুর সংগ্রহ : সামারীন দেওয়ান)

 

What happened to you, helmsman?

Hold the helms properly as there's none to direct you

The helmsman, you are palying with magic

That's why the father became so annoyed.

Mind will give up roaming around to tricks

Forgetting everything to sit idle, Judge will decide.

Hason Raja says mind will ride on the horse

Mind will make sure what to do.

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top