এগো সখী, মনের দুঃখ নিভাইব কুনে গো


প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২১ ১৬:১৩

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২৩:৩৯

 

এগো সখী, মনের দুঃখ নিভাইব কুনে গো
আরে কলিজা জ্বলিয়া যায় প্রাণবন্ধু বিহনে গো ॥
এগো সখী, কে আনিয়া দিব আমার মন মোহনে
প্রেমের আগুনে প্রাণ যায় বন্ধের কারণে গো ॥
আচানক আগুনে আমার ধরিয়াছে প্রাণে
আমি জানি আমার জ্বালা কি বুঝিবে অন্যে গো ॥
প্রেমের জ্বালায় জ্বলিয়া কান্দে হাসন রাজা দেওয়ানে
কত করি এ মনকে বুঝাই মানে না সে বিনে গো ॥



আপনার মূল্যবান মতামত দিন:


Top