এগো মা! তব সমরূপ রঙ্গ কার
প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২১ ১৬:১৯
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২৩:৩৯

এগো মা! তব সমরূপ রঙ্গ কার
ঝিলিমিলি করে রূপে, দেখি যে তোমার ॥
দিবাকর নাহি ধরে রূপ যে তোমার
বলা নাহি যায় তব রূপেরই বাহার ॥
সেই রূপে ঘর বানাইল, কলিজায় আমার
সব ছাড়িয়ে তব রূপ করিয়াছি সার ॥
রূপেতে মিশিব তব, কিছু চাই না আর
এই মনে সাধ হইয়াছে হাসন রাজার ॥
(সুর সংগ্রহ : সামারীন দেওয়ান)
আপনার মূল্যবান মতামত দিন: