ও বন্ধু সুন্দর রে থাক থাক মোর অন্তরে


প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২১ ১৬:৫০

আপডেট:
১৬ সেপ্টেম্বর ২০২১ ১৬:৫৪

 

ও বন্ধু সুন্দররে থাক থাক মোর অন্তরে
ও বন্ধু সুন্দররে থাক থাক মোর ঘরে।
যাইও না দৌড়ে বাড়ি
আরে মিনতি কাকুতি করি
যাইও না মোরে ছাড়ি।
এই নিবেদন বন্ধু নাহি আমার শুনে
কোনদিন পলাইয়া যাইব এই কথা না গুনে।
নাই তাঁর দয়ামায়া নাই তাঁর মান
পিঞ্জিরা ভাঙ্গিয়া উড়ত এই তাঁর সান।
তুমি ত হাওইয়া বন্ধু কোনদিন যাইবায় উড়ি
হাসন রাজায় লাগাইব প্রেমপিড়িতের বেড়ি।
প্রেমজিঞ্জিরায় বান্ধিয়া মারব তোমায় খিল
যাইতে নাহি দিব বুকে তুলিয়া তৈব শিল।
হাসন রাজা কেমন বেটা জান সে ত তারি
যার সনে পিঁড়িতি করে তারে কিসে ছাড়ি।

 

Oh beautiful Friend

Stay, oh stay within me.

Seeing your form has made me confused

I've never seen anyone like you

in any city or port

What can I say about Your beauty

and Your eyes!

When I see Your gorgeous face,

I become greedy for it.

Your face defeats the moon's luster,

My keen desire is to see You.

Whether it's night or day I look upon Your

moon-face

I keep You within my chest

I wish not to let You go

I'm determined to never leave You ever

I'll tie tightly the bells around Your waist

Hason Raja won't leave You as long as he lives

He's burning with fire of love since he met You.

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top