ওরে আমার পাগলা মাঝি
প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২১ ১৫:৪৯
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২১:১৮

ওরে আমার পাগলা মাঝি
পাগলা তর বৈঠা নে রে
আমি আর বাইতে পারলাম না ॥
ঈশান কোণে সাজ কইরাছে
মেঘ ডাইকাছে বায়ু কোণেরে ।
আমি ঠেকলাম ওরে পাগলা মাঝি
নাও ভিড়াইতে উল্টা টানে ॥
হাসন রাজার ভাঙ্গা তরী
নাই যে কড়ি, নাই কাণ্ডারী
আমি মধ্যিখানে ডুইবা রইলাম
কার কাছে কই, কেবা শুনে ॥
(সুর সংগ্রহ : আরতি ধর)
O my mad steersman
Pick up your oars and set off.
Round the corner isn't eastern
Thunder rumbles in the north-west quarter
I am having troubles with crazy boatman
In opposite direction, he rows to anchor.
Hason Raja's boat is broken
No money or helmsman to steer him through
Drowned I'm in the middle of the river
Whom can I talk to about it? Who is there to
listen to me?
আপনার মূল্যবান মতামত দিন: