ওরে হাসন বিনোদিয়া


প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২১ ১৫:৫৭

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২২:২৯

 

ওরে হাসন বিনোদিয়া
আইবার যাইবার
নাওখানি তোর
চোরে নিল গিয়া ॥
নাও নিল বৈঠা নিল
আর নিল চৈর
শুইবার বিছানা নিল
লাল চান্দুয়ার মইর ॥
শুন শুন হাসন রাজা
এমনি চোরের বাট
সুরমা গাঙ্গ পার না হইয়া
পাইবায় নিরে হাট ॥
(সুর সংগ্রহ : সামারীন দেওয়ান)

 

Oh Beloved of Hason,

You lost the boat as thief stolen it while crossing the river

The Thief stole the boat, the oar and punt pole

Red heart took the bed away depriving me of sleep

Listen Hason Raja, that's the trick of the Thief

If you can't cross the river Surma, you can't

reach the hut.

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top