ওরে হাসন রাজা মিয়া, প্রেমের বান্ধন বান্ধরে


প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২১ ১৬:০১

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২১:১৮

 

ওরে হাসন রাজা মিয়া, প্রেমের বান্ধন বান্ধরে
দিলের জিঞ্জির দিয়া
ছুটিতে না পারে যেন প্রাণবন্ধু প্রিয়া ॥
এমন বান্ধন বান্ধরে তারে দিল দড়াইয়া
এক মনে তার প্রেমেতে, যাইও রে মজিয়া ॥
দৃঢ় মনে প্রেম করিও বুঝিয়া সুজিয়া
দিন রাইতে তার পানেতে রইও রে চাহিয়া ॥
তিলে পলে কোন কালে না থাকিও ভুলিয়া
থাকিও থাকিও হাসন, দিল লাগাইয়া ॥
প্রাণবন্ধে লইবে তোরে, কোলে উঠাইয়া
দিলের হযরত তোর, যাইরে রে মিটিয়া ॥
হাসনজানে বলে তোরে, তুর মাঝে থাকিয়া
আমার কথামতে চললে পাইবায় রে রঙ্গিয়া ॥
হাসন রাজা শুনিয়া বলে, না দিব ছাড়িয়া
অবশ্য হাসনজানরে করব আমি বিয়া ॥
(সুর সংগ্রহ : সামারীন দেওয়ান)

 

Oh Hason Raja Miya

Bind the love to Him with shackles of your heart

Don't let your Beloved escape.

Tie your heart with Him in such a way

That you'll be intoxicated with His love.

Let a strong love in mind stick to Him

Day and night, don't be bewildered looking upon his face.

Don't forget Him for blink of your eye.

He'll take you into His arms

and fulfill the desire of your heart.

The Heart of Hason says:

If you stick to me, you'll find the great pleasure

Hason Raja agrees to it and wishes to marry for ever.

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top