কতদিন আর খেলবে হাসন, এই ভবেরই খেলা
প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২১ ১৬:১১
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২২:২৯

কতদিন আর খেলবে হাসন, এই ভবেরই খেলা
খেলতে খেলতে হাসন রাজার না লাগে তাঁর ভালা ॥
এই যে দেখ ভবের বাজার, কেবল এক জ্বালা
স্ত্রী পুত্র কেহ নয় তোর, যাইতে একলা ॥
হাসনজানরে, হাসন রাজায় মাইল এক ঠেলা
চল চল শীঘ্র করিয়ে, চল শালার শালা ॥
(সুর সংগ্রহ : সামারীন দেওয়ান)
How long will Hason play the games of this
world?
After playing so long Hason Raja is bored
Look at every goods of this world's shopping
centre,
Your wife, child and none is your friend,
Hason's Beloved has freed him from this world
with one push
Go, go swiftly to the glorious throne of Allah.
আপনার মূল্যবান মতামত দিন: