কত দিন থাকিবায় লক্ষণশ্রী রে হাসন রাজা


প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২১ ১৬:১৪

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২২:২৯

 

কত দিন থাকিবায় লক্ষণশ্রী রে হাসন রাজা
ও রাজা কতদিন থাকিবে লক্ষণশ্রী ॥
আখেরাতে যাইতে হইবে একদিন মরিবে
হাসন রাজা কতদিন থাকিবে লক্ষণশ্রী ॥
এই যে দেখ আশয়-বিষয়, করিতেছ বাহাদুরী
সব ছাড়ি যাইবায় হাসন রাজা একাশ্বরী রে ॥
আবালকাল গেল খেলে, যৌবন গেল মেলে
বৃদ্ধ কাল সাক্ষাৎ এবে রহিলে বেভুলে ॥
আল্লাআল্লা, আল্লাআল্লা আল্লা কর সার
আল্লাবিনে কিছু নাই দেখ মন তোমার ॥
(সুর সংগ্রহ: মলয় চক্রবর্তী রাজু)

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top