কত ঢঙ্গ দেখাইবিরে বন্ধু


প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২১ ১৬:১৯

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২২:২৯

 

কত ঢঙ্গ দেখাইবিরে বন্ধু
কত রঙ্গ করিবে তুই।
ঢেঁকির মাঝে ধান ফালাইয়া
কত চাউল করিবেরে ভাই ॥
এমন চাউলের ভাত হইবে নারে
হইবে যে রে ছুনা জাউ,
গোলমাল সব হইয়া গেছে
রোল পড়িছে সারা গাও ॥
হাসন রাজা বলেরে ভাই
এমন পিরিতে সঙ্গার জগত
বেহাল বিদিশা বানিও না ॥
আপনারে চিনিয়া লইয়া
আপনাতে ডুবিয়া যাও।
পরকে না দুষিয়া
আপন পিরিতে ভরাইয়া দাও ॥

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top