কলে হাসে কলে মাতে, কলে করে কারখানা


প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২১ ১৬:২৬

আপডেট:
১৮ সেপ্টেম্বর ২০২১ ১৬:২৭

 

কলে হাসে কলে মাতে, কলে করে কারখানা
মন রে তুই হইল ফানা
কলের মালিক দেইখ্যা হইল, হাসনরাজা মাস্তানা ॥
রঙ্গে রঙ্গে কল বসাইয়া, করতেছে কলে খেলা
সুজন যারা বুঝবে তারা, জ্ঞানীদের আছে জানা ॥
কল কারিগর আইস হাসন, রাজার তো জানা চিনা
আইস বন্ধু বইস কাছে, কইর না টানামানা ॥
কারিগরের রূপ দেখিয়া, হাসন রাজা দেওয়ানা
প্রেমের নাচন নাচে হাসন, শুনে না কারো মানা ॥
(সুর সংগ্রহ : সামারীন দেওয়ান)

 

The machine laughs, speaks and performs various tasks

Oh mind you’ve become one with it.

While Hason Raja sees the Master of this machine

He becomes crazy.

For the sake of fun He sits in the machine and plays.

Only honest and knowledgable people understand this.

The maker of the Machine come here, He is known to Hason Raja

Oh Friend come and sit next to me, why do you hesitate.

When Hason Raja sees the Machine Operator, he becomes entranced

He dances in the ecstasy of  love

Oh heart, you’ve lost yourself completely.



আপনার মূল্যবান মতামত দিন:


Top