কামাই কৈলে জামাই পাইবায় ভালো গো সুন্দরী নাতিন
 প্রকাশিত: 
 ১৮ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩১
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৯:১৭
                                
কামাই কৈলে জামাই পাইবায় ভালো গো সুন্দরী নাতিন
কামাই কৈলে জামাই পাইবায় ভালো
সোনা জামাই বুঝা দিব, তোমার রাঙ্গা গালে গো ॥
ভালো করিয়া কর কামাই , দিন আর রাইত
রাত্রির মাঝে বিছানায় না হইও কাইত ॥
নিজ নাম ধরিয়া জামাইর, ডাক দিলেজানে
অবশ্য আসিব জামাই শুনিলে করণে ॥
হাসন রাজায় বলে জামাই, আছে গো অন্তরে
একমনে না ডাকিলে, আইসে না মন্তরে , ॥
ডাক ডাক হাসন জান গো, একমন হইয়া
তখনি তুর প্রাণের জামাই কোলে লইব আইয়া ॥
(সুর সংগ্রহ : সামারীন দেওয়ান)

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: