এ গো সোনালি নাতিন, কই গেল তর বাঁকা খোঁপা
 প্রকাশিত: 
 ১৬ সেপ্টেম্বর ২০২১ ১৬:২১
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ২০:৫১
                                
এ গো সোনালি নাতিন, কই গেল তর বাঁকা খোঁপা
কই গেল তর বাঁকা খোঁপা,কই গেল তর ফুলের ঝোপা ॥
হাতে ছিল সোনার বালা, পায়ে ছিল রূপা
এখন এসব যাইতে গেলে, যৌবন তর বেউপা ॥
কত রঙ্গের কাপড় পড়ে, ফিরতে তুফা তুফা
এ সব কাপড় ধুয়ে দিত, সুন্দররাম ধোপা ॥
ভাবিয়ে হাসন রাজায় বলে, ভবে যে স্বরূপা
হাসন রাজা মন লাগাইছ, না তাতে নাই উপায় ॥
মস্ত হইয়া ফিরতে নাতিন, লোকে বলত খেপা
কত লোকে ভয় করিত, শুনে তোমার চুপা ॥

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: