ও প্রাণ বন্ধুরে বৃথা জনম গেল রে আমার
 প্রকাশিত: 
 ১৬ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪৫
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ২০:৫৬
                                
ও প্রাণ বন্ধুরে বৃথা জনম গেল রে আমার
আসিয়া ভূতল নাম না লইলাম তোমার ॥
কি বুঝিয়ে বসিয়া আমি, কি করিতে কিবা করি 
বৃথা ভবের কাজে নাচিয়া করি আমি কারবার ॥
হাসন রাজা জন্ম লইয়া বৃথা গেল দিন গইয়া 
লইলায় না আল্লাজির নাম বাঁচবে কয়দিন আর ॥
হাসন রাজা বলি তোরে কেন বসিয়ে রইলে ঘরে
দিন গেল শীঘ্র চল, প্রেমেরি বাজার ॥

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: