ওরে প্রাণরে, ছাড়িয়া দিব না আর তুরে
প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২১ ১৫:৫৪
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২১:১৮

ওরে প্রাণরে, ছাড়িয়া দিব না আর তুরে
তুমি যদি ছাড়িয়া যাও, যাইমু কি করে ॥
তুমি যদি যাইতে চাও, ধরমু আমি তোমার পাও
ডাকে যদি মোরে মাও, তবু ছাড়বো নারে ॥
বাবা বাবা ডাকব তুরে, ছাড়িয়া না যাও মোরে
থাক থাক আমার ঘরে, ছাড়িয়া যাইও নারে ॥
হাসনজানে বলে সখী, মায় ডাকিলে হই সুখী
আমার বা হইলো একি, হাসন রাজা বাবা রে ॥
আপনার মূল্যবান মতামত দিন: