কপাল পুড়া মনে মোর মাইল গো
প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২১ ১৬:২১
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২২:২৯

কপাল পুড়া মনে মোর মাইল গো
কিসে কি যে মনে করে, স্বাধীন হয় গো ॥
মন যার ভালো হয়, সবে ভালো কয় গো
মন যার দুষ্ট হয়, সবে মন্দ কয় গো ॥
মনেতে আউলিয়া হয়, মনেতে দরবেশ গো
মনে চুরচুট্টা হয়, আর হয় ডাকাইত গো ॥
হাসন রাজায় বলে মন, হইয়াছে মূল গো
মনেতে ঈশ্বরে মিশে, মনেতে শয়তান গো ॥
ভালোমন্দ মাবুদ আল্লায়, মনের মাঝে দিছে
মনেতে পার হবে, মনেতে ডুবিছে গো ॥
আপনার মূল্যবান মতামত দিন: